গিরিশচন্দ্র ঘোষ
বঙ্গ নাট্যালয়ের একছত্র রাজা গিরিশচন্দ্র ঘোষ (২৮ ফেব্রুয়ারি, ১৮৪৪ – ৮ ফেব্রুয়ারি, ১৯১২)। নাটক রচনা এবং বহুস্তরীয় প্রক্রিয়া শেষে সেই নাটকের মঞ্চায়ন— এই দুই ক্ষেত্রের একজন সফল কারিগর গিরিশ ঘোষ। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র বাংলা নাটক রচনায় তাঁর পূর্বসুরী হলেও নিঃসন্দেহে নাটক রচনা, তার মঞ্চায়ন এবং অভিনয়ে গিরিশ অতুলনীয়। বাল্যকাল থেকেই বিশৃঙ্খল জীবনযাপনে মত্ত গিরিশ হাফ-আখরাই গানের দলের সাথে মিশে গান এবং অভিনয়ের প্রতি আকৃষ্ট হন। ১৮৬৭ সালে ‘শর্মিষ্ঠ’ নাটকের সংগীত রচনা করে প্রথম পদার্পণ করেন নাট্য রঙ্গমঞ্চে। ১৮৬৯ সালে ‘সধবার একাদশী’তে অভিনয়ে তাঁকে এনে দেয় রঙ্গমঞ্চের খ্যাতি। নাট্য জগতের সতীর্থদের নিয়েই পরবর্তীতে তৈরী করেন ‘ন্যাশনাল থিয়েটার’। ১৮৮৪ সালে স্টার থিয়েটারে তাঁর পরিচালনায় মঞ্চস্থ ‘চৈতন্যলীলা’য় নটী বিনোদিনীর উপস্থিতি বাংলা নাট্যজগতের একটি মাইলস্টোন। পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, গীতিনাট্য প্রভৃতি নানান বিষয়ে প্রায় একশোটির মতো নাটক সহ কিছু উপন্যাস, গল্প এবং সংগীতেরও রচনা করেছেন।