হেইসনাম কানহাইলাল
নাট্যকার হেইসনাম কানহাইলাল (১৭ জানুয়ারি, ১৯৪১ – ৬ অক্টোবর, ২০১৬), ১৯৬৯ সালে মনিপুর ইম্ফলে নাট্যগোষ্ঠী ‘কলাক্ষেত্র’ তৈরি করেন। তার পর থেকে আমৃত্যু রাষ্ট্রীয় নির্যাতনে বিক্ষত মণিপুরের ছিন্ন ক্লিন্ন রক্তাক্ত অভিজ্ঞতাকে তাঁর নাট্যভাষায় তীব্র থেকে তীব্রতর করে মঞ্চস্থ করেছেন, সঙ্গে ছিলেন সহধর্মিণী সাবিত্রী। নিয়ত ব্যক্তি ও গোষ্ঠীর যন্ত্রণা ও নির্যাতনকে দেশজ ধ্রুপদী ও লোকজ উপাদানের ব্যবহারে এক নতুন থিয়েটারি দর্শন খাড়া করেন, যা আদ্যন্ত রাজনৈতিক। কানহাইলাল যাকে বলেছেন শিকড়ের থিয়েটার।