কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইন্দুভূষণ-এর অভিনিবেশের জায়গা মধ্যযুগের বাংলা সাহিত্য, ভারতের ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, বাংলার বাউল। কবির’স পাথ নামের তথ্যচিত্র নির্মাণ করে সারা দুনিয়া থেকে দুর্লভ সব সম্মান জোগাড় করে আনছেন তিনি। কেতাব-ই থেকে প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদিত গ্রন্থ নারী বাউল।