জগদানন্দ রায়
বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ও কল্পবিজ্ঞানের লেখক জগদানন্দ রায় (১৮ সেপ্টেম্বর, ১৮৬৯ – ২৫ জুন, ১৯৩৩) নদীয়া কৃষ্ণনগরের এক সম্ভ্রান্ত পরিবারে সন্তান। স্থানীয় মিশনারি স্কুলে শিক্ষকতার সময় বিজ্ঞানের নানান বিষয়ে প্রবন্ধ লেখার মধ্যে দিয়ে সাহিত্যের আঙিনায় প্রবেশ করেন। জগদানন্দের বিজ্ঞান বিষয়ে সহজ সাবলীল, সুস্পষ্ট গদ্যশৈলী রবীন্দ্রনাথের খুব আকর্ষণীয় মনে হয়, রবীন্দ্রনাথ তখন সাধনা পত্রিকার সম্পাদক ছিলেন। এই সুত্রেই রবীন্দ্রনাথের সান্নিধ্যে আসা এবং বিশ্বভারতীতে শিক্ষক পদে যোগদান। জগদানন্দ নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। দীর্ঘ সময় তিনি বিশ্বভারতীতে শিক্ষকতা করেন। রবীন্দ্রনাথের কথায়: ‘জগদানন্দ রায়ের নাম বাংলাদেশের ছেলেমেয়েরা আর তাদের বাপ-মা সকলেই জানেন। জ্ঞানের ভোজে এ দেশে তিনিই সর্বপ্রথম কাঁচা বয়সের পিপাসুদের কাছে বিজ্ঞানের সহজ পথ্য পরিবেশন করেছিলেন।’ জগদানন্দ বিজ্ঞান বিষয়ক ২৭৫-এর অধিক প্রবন্ধ রচনা করেছেন। ১৮টি মৌলিক গ্রন্থ এবং ১৭টি পাঠ্যপুস্তকের প্রণেতা জগদানন্দ।