জগদীশ গুপ্ত
তৎকালীন সময়ে চালু রবীন্দ্ররীতিকে অগ্রাহ্য করাই সম্ভবত জগদীশ গুপ্তের প্রাথমিক পরিচায়ক। কবিতা তাঁর প্রাথমিক চর্চাভিত্তি হলেও, পরবর্তী কালে তিনি গদ্যসাহিত্য লিখতে শুরু করেন। বাংলা গদ্যরীতিতে ও ভঙ্গিতে তিনি যে উল্লম্ফন ঘটিয়েছিলেন, তা সে সময়ে অনেকের পক্ষেই মেনে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছিল। জগদীশ গুপ্তের জন্ম ১৮৮৬ সালে, কুষ্টিয়ায়। ১৯৫৭ সালে, কলকাতায় তাঁর প্রয়াণ ঘটে।