জ্ঞানদানন্দিনী দেবী
জ্ঞানদানন্দিনী দেবী (২৬ জুলাই, ১৮৫০ – ১ অক্টোবর, ১৯৪১ ) ছিলেন মহর্ষি দেবেন্দ্রেনাথের পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তৎকালীন যশোর জেলায় তার জন্ম ও বেড়ে ওঠা। আট বছর বয়েসে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে বিয়ের পর জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বসবাস। পরবর্তীতে সত্যেন্দ্রনাথ ঠাকুরের চাকুরী সূত্রে মুম্বাই, মহারাষ্ট্র, গুজরাট, সিণ্ধু প্রদেশের বিভিন্ন জায়গায় থেকেছেন। বছর দুয়েক খেকেছেন ইংল্যান্ড ও ফ্রান্সেও।