কান্তিচন্দ্র ঘোষ
কান্তিচন্দ্রের জন্ম ১৮৮৬ খ্রিষ্টাব্দে কলকাতায়। লেখক ও সাংবাদিক হিসাবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন। সাহিত্য রচনা ছাড়াও কান্তিচন্দ্র বিভিন্ন সংবাদ পত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি ছিলেন বঙ্গীয় আইনসভার একজন সংবাদদাতা। ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’-এর গ্রন্থাগারিক পদেও তিনি কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। তাঁর রচিত গ্রন্থ : ‘রুবাইয়াৎ-ই-ওমর-খৈয়াম’ (অনুবাদ); ‘রুবাইয়াৎ-ই-হাফেজ’ (অনুবাদ); ‘সেবিকা’ (গদ্য কবিতা); ‘ধূমকেতু’ (গল্প); ‘মোগল বধূ’ (আকবর ও যোধাবাই-এর প্রণয় কাহিনী নিয়ে রচিত ঐতিহাসিক নাটক); ‘কবীর বাণী’ (কবীরের দোঁহার ছন্দানুবাদ)। কান্তিচন্দ্রের গল্প রচনার প্রতিভাকে আবিষ্কার করেন প্রমথ চৌধুরী। ১৯৪৫ খ্রীষ্টাব্দে প্রকাশিত ‘ধূমকেতু’ গ্রন্থটিতে ন’টি গল্প এবং আটটি কথিকা সংযোজিত হয়েছে। গ্রন্থ ছাড়াও ‘সবুজপত্র’, ‘প্রবাসী’, ‘ভারতবর্ষ’, ‘কল্লোল’ পত্রিকাতেও তাঁর অনেক রচনা প্রকাশিত হয়েছে। তাঁর অনূদিত ‘রুবাইয়াৎ-ই-ওমর-খৈয়াম’ অনুবাদ সাহিত্যে উচ্চ প্রশংসিত হয়েছে। মূল কাব্যের সুর ও ছন্দ অবিকৃত রেখে তাঁর অনুবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদকের ‘বিশেষ ক্ষমতা’র স্বীকৃতি দিয়েছেন। ১৯৪৯ খ্রীষ্টাব্দের ১৭ মে কালিম্পঙে তাঁর দেহাবসান ঘটে।