নন্দিতা আচার্য
তিনি প্রকৃতি ভালবাসেন। লেখার সঙ্গে সখ্যতা, যখন লিখতে শেখেননি, তখন থেকেই। আট বছর বয়সে প্রথম প্রকাশিত লেখা আনন্দমেলায়। মূলত ঔপন্যাসিক; এ পর্যন্ত একটি দীর্ঘ উপন্যাস সহ লিখেছেন মোট পাঁচটি উপন্যাস। এছাড়া লিখেছেন ছোটগল্প, ফিচার, স্ক্রিনপ্লে রাইটার হিসেবেও কাজ করছেন। ফিল্ম ক্রিটিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। ভালবাসেন পশুপাখির পরিচর্যা, স্টুডেন্টদের পড়ানো, বহু মানুষের সঙ্গে মেলামেশা এবং বেড়ানো।