ওমর খৈয়াম
ওমর খৈয়াম এক কিংবদন্তির নাম। ইরানের নিশাপুরে জন্ম। মধ্যযুগের সর্বাগ্রগণ্য গাণিতিক, জ্যোতির্বিদ। আজীবন বিজ্ঞানের চর্চা করেছেন। কিন্তু কাব্যের জন্ম হয় হৃদয়ে, বিজ্ঞানচর্চার অবসরে “বিশ্ব দার্শনিক” খৈয়াম রচনা করেছিলেন বেশকিছু চতুস্পদী কাব্য বা রোবাই/রুবাই। বহির্বিশ্বে খৈয়ামের রোবাইকে জনপ্রিয় করেন এডওয়ার্ড ফিটজেরাল্ড। ওমর খৈয়ামের রোবাই বা চতুষ্পদী কবিতাগুলোকে “চিন্তা-উদ্দীপক পারস্য উপসাগরের মনিমুক্তা” বলে অভিহিত করেছেন কবি জেমস রাসেল। ওমর খৈয়ামের রুবাই বা চারপংক্তির কবিতাগুলো প্রথমবারের মত ইংরেজিতে অনূদিত হয় ১৮৫৯ সালে।