প্রভাত কুমার মুখোপাধ্যায়
বাংলা সাহিত্যের ধারায় রবীন্দ্র সমসাময়িক হয়েও যাঁদের কলম রবি কিরণের প্রখরতায় ম্লান হয়ে যায়নি প্রভাত কুমার মুখোপাধ্যায় (৩ ফেব্রুয়ারি, ১৮৭৩- ৫ এপ্রিল, ১৯৩২) ছিলেন তাঁদের একজন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজের শিক্ষক, ব্যারিস্টার প্রভাত কুমারের সাহিত্য জীবন শুরু হয় ছাত্রাবস্থায় ‘ভারতী’ পত্রিকায় কবিতা লেখার মধ্যে দিয়ে। এরপর ধীরে ধীরে তাঁর লেখনীর প্রবাহপথ বদল হয় পদ্য থেকে গদ্যে। প্রদীপ, প্রবাসী ও ভারতী পত্রিকায় লিখতেন নিয়মিত। ‘শ্রীমতী রাধামণি দেবী’ ছদ্মনামে লিখে পেয়েছিলেন কুন্তলীনের প্রথম পুরস্কার। ‘মর্মবাণী’ পত্রিকায় লিখেছিলেন ‘শ্রীজানোয়ারচন্দ্র শর্মা’ ছদ্মনামে ‘সূক্ষ্মলোম পরিণয়’ নামক একটি নাটকও। সম্পাদনা করেছেন ‘মানসী’ এবং ‘মর্মবানী’ নামে দুটি পত্রিকা। লিখেছেন ১৪টি উপন্যাসও। তবে প্রভাত কুমারের সর্বশ্রেষ্ঠ সাফল্য তাঁর ১২টি সংকলের বিভক্ত ১০৮টি বিচিত্র স্বাদের সমসাময়িক বাস্তবতা নির্ভর কৌতুক মিশ্রিত গল্পগুলি, যা অনবদ্য শিল্পনিপুণতায় অসামান্য সারল্যে হয়ে উঠেছিল তৎকালীন সমাজের টুকরো টুকরো বাস্তব চালচিত্র।