রবিশংকর বল
রবিশংকর বল (১৯৬২-২০১৭) বাংলা ভাষার অন্যতম শক্তিশালী লেখক। কাজ করেছেন বিভিন্ন সংবাদপত্রে, সাহিত্য পাতা সামলেছেন, তুলে এনেছেন নতুন লেখক—যাঁরা থোড়-বড়ি-খাড়া লেখেন না। তাঁর সম্পাদিত সাহিত্যপাতার জন্য একটি খবরের কাগজের সপ্তাহের এক দিনের বিক্রি বেড়ে যেত, দীর্ঘকাল ধরে। গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, লিখেছেন কবিতাও। বিশ্বাস করতেন, একটিই লেখা হয়ে চলেছে কেবল—যার বিষয়, একটা সাপ নিজেকে লেজের দিক থেকে খেয়ে চলেছে। ২০১১ সালে দোজখনামা উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কার পান। রবিশংকর বল আমৃত্যু অন্য ধারার লেখার সঙ্গে জীবন্ত সম্পর্কের মধ্যে বাস করেছিলেন।