রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
স্বদেশপ্রেমিক কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২১ ডিসেম্বর, ১৮২৭ সালে মাতুলালয়, বর্ধমান জেলার কালনার সন্নিকটস্থ হুগলী জেলার বাকুলিয়া নামক গ্রামে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহায্যে সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতে শুরু করেন। ১৮৫৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত এডুকেশন গেজেট পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। সেই সময়ের এডুকেশন গেজেটে তাঁর গদ্য এবং পদ্য দুই রকম রচনাই প্রকাশিত হত। তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘পদ্মিনী উপাখ্যান’, ‘কর্মদেবী’ এবং ‘শূরসুন্দরী’। টডের ‘অ্যানাল্স্ অ্যান্ড অ্যান্টিকুইটিস্ অফ রাজস্থান’ থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন। তাঁর মৃত্যুর পর স্বদেশী যুগের বিপ্লবীদের মধ্যে পদ্মিনী উপাখ্যানের অংশ- “স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায়/দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়” -খুবই বিখ্যাত ছিল। তিনি ১৮৭২ সালে কালিদাসের সংস্কৃত কুমারসম্ভব ও ঋতুসংহারের পদ্যানুবাদও করেছিলেন। ১৩ মে, ১৮৮৭ সালে প্রয়াত হন।