লেখক: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
প্রকাশক: কেতাব-ই
“কলিকাতা নামের ব্যুৎপত্তি বিষয়ে বহুতর কল্পনা কল্পিত হইয়াছে। কোন মহাশয় লিখিয়াছেন যে, অনেক নগরের নাম দেবমণ্ডপাদির আখ্যা অনুসারে প্রতিষ্ঠিত হইয়া থাকে; অতএব বোধ হয় কলিকাতার অদূরবর্ত্তী পীঠস্থান কালীঘাটের নামানুসারে ইহার নামকরণ হইয়া থাকিবে। অর্থাৎ কলিকাতার নাম, কালীঘাট অথবা কালীঘাঠার অপভ্রংশ মাত্র। আর এক রহস্যজনক জনশ্রুতি এই যে, ইংরাজেরা যখন প্রথমতঃ এই স্থানে বাণিজ্যালয় স্থাপনার্থ আগমন করিলেন, তখন গঙ্গাতীরে দণ্ডায়মান কোন লোককে অঙ্গুলী প্রসারণ পূর্বক স্থানের নাম জিজ্ঞাসা করাতে সে ব্যক্তি সেইদিকে শায়িত এক ছিন্নবৃক্ষ দেখিয়া মনে করিল সাহেবরা কবে ঐ বৃক্ষচ্ছেদন হইয়াছে, তাহাই জিজ্ঞাসা করিতেছেন। অতএব সে উত্তরচ্ছলে কহিল “কালকাটা”। সেই হইতে ইংরাজেরা ইহার নাম “ক্যালকাটা” রাখিলেন। এই ব্যুৎপত্তি অমূলক হইলেও ইহার রচয়িতার চতুর বুদ্ধির ব্যাখ্যা করা কর্তব্য। ফলতঃ কোৎরঙ্গ-কুচিনান প্রভৃতি গ্রামাখ্যা যেমন নিরর্থক, কলিকাতা শব্দও যে সেইরূপ নিরর্থক তাহাতে সন্দেহ করিবার প্রয়োজন নাই।”
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত ‘কলিকাতা কল্পলতা’ গ্রন্থটিকে কলকাতা মহানগরীর প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস বললে অত্তুক্তি হবে না। বইটির আনুমানিক রচনাকাল ১৮৫০-১৮৭০। আনুমানিক প্রকাশকাল ১৮৮৭। কলকাতার সূচনাপর্ব থেকে ১৮৫১ সাল পর্যন্ত মহানগরীর বিবর্তনের ইতিহাস লিপিবদ্ধ আছে ‘কলিকাতা কল্পলতা’ বইতে। নানা জনশ্রুতি থেকে সাহিত্য উপাদান, বিবিধ নথিপত্র ও বহুবিধ উৎসের তথ্য বাছ-বিচার করে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কলিকাতা ইতিহাস রচনা করেন।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া