সমুদ্র গুহ, জন্ম: ১৯৬৫। সুপরিচিত জনপ্রিয় প্রাবন্ধিক। পলিটিক্যাল ইকোনমি এবং আন্তর্জাতিক রাজনীতির উপর ওঁর লেখা অজস্র মূল্যবান প্রবন্ধ প্রকাশিত হয়েছে মূলত বাংলায়, অসংখ্য নিয়মিত পত্রপত্রিকায়। ১৯৯৫ সালে ওঁর প্রথম বই প্রকাশিত হয়, ‘রাজনৈতিক বিবর্তন ও চীনের কমিউনিস্ট পার্টি’ শীর্ষক এই বইটি বিপুল জনপ্রিয় হয়েছিল। অতি দ্রুত তিনটি সংস্করণ প্রকাশিত হয় এনবিএ-র পক্ষ থেকে। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের পূর্ববর্তী রাজনৈতিক ঘটনার প্রখর তথ্য ও বিশ্লেষণ চমৎকার লেখনীতে বিন্যস্ত এই বইটি সোভিয়েত-উত্তর জগতের একটি উল্লেখযোগ্য কাজ। নাট্য পরিচালক সমুদ্র গুহ-র স্বতন্ত্র ভাবনার কথা আন্তর্জাতিক মাত্রা পেয়ে যায় একের পর এক জন-আদৃত নাট্য প্রযোজনার মধ্য দিয়ে। পোখরান-এর দ্বিতীয় পারমাণবিক বিস্ফোরণ থেকে মার্কিন দখলে থাকা ইরাক-এর আবু ঘ্রাইব জেল হয়ে মাওবাদী সশস্ত্র অভিযান, এমনকি এডওয়ার্ড স্নোডেন-এর ফাঁস করে দেওয়া গোপন ঘটনা (তথ্য-প্রযুক্তি জগতে ইঙ্গো-মার্কিন ষড়যন্ত্রমূলক গোয়েন্দাগিরি) সবই তাঁর পরিচালনায় বিভিন্ন গবেষণামূলক ও তদন্তভিত্তিক নাট্য প্রযোজনায় উঠে এসেছে। ভারতের ডক্যু-থিয়েটার-এর জগতে ‘স্পন্দন’ এক বিশেষ পরিচিত নাট্যদল। সমুদ্র গুহ তাঁর পরিচালক। বিশ্ব নাট্য উৎসবের বিভিন্ন দেশে (জার্মানি, পাকিস্তান ইত্যাদি) ‘স্পন্দন’ আমন্ত্রিত হয়েছে তাঁদের নাট্যভাবনাগত উৎকর্ষতার জন্য। ওঁর সম্পাদনায় ইংরেজি ও বাংলা, দুই ভাষাতে একাধিক বই প্রকাশিত হয়েছে। নেপালের কমিউনিস্ট পার্টি থেকে বিশ্বায়ন এরকম বহু বিষয় উঠে এসেছে তাঁর চর্চায়।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.