ইংরেজি সাহিত্যের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সোনালী ঘোষালের জন্ম কলকাতায়। সিঁথি রামকৃষ্ণ সঙ্ঘ সারদা বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষিকা জীবন। মৌলিক কবিতা ও শিশুসাহিত্য রচনার সঙ্গে অনুবাদ কর্মেও যুক্ত, দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও লেখনী ও অনুবাদকর্ম অব্যাহত। প্রকাশিত কবিতার বই ‘অবসরে’। অনূদিত গ্রন্থ ‘ভূকম্পনের নেপথ্যে’, ‘লাতিন আমেরিকার শ্রেষ্ঠ গল্প’, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘মঙ্গলবারের ভাতঘুম ও অন্যান্য গল্প’, কর্তার সিং দুগ্নলের ‘একটি সংগীতের জন্ম ও অন্যান্য গল্প’।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.