সৌমেন গুহ
সৌমেন গুহ, পুলিশের খাতায় যাঁর নাম ছিল শান্তনু, তিনি মুক্তির দশক আনতে ঝাঁপ দিয়েছিলেন; তাঁকে খুঁজতেই অর্চনা গুহ, লতিকা গুহ, গৌরী চ্যাটার্জিকে তুলে এনেছিল পুলিশ। ৭৭ সালে জরুরি অবস্থা উঠে যাবার পর অর্চনা গুহর নির্যাতনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌমেন। কোনও কমিশনে আস্থা প্রদর্শন না-করার যে দূরদর্শিতা তিনি তখন দেখিয়েছিলেন, পরবর্তীতে সে দূরদর্শিতার বশেই তিনি অর্চনা মামলা থেকে পেশাদার উকিলদের সরিয়ে আদালতের বিশেষ অনুমোদনক্রমে নিজেই সে ভূমিকা পালন করেন। তাঁরই সওয়ালে রুণু গুহনিয়োগীদের শাস্তির বিধান দিয়েছিল কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।