শুভেন্দু দাশগুপ্ত পেশায় অধ্যাপক ছিলেন। কিন্তু তাঁর সে পরিচয়কে একটুও না-কমিয়ে এ কথা বলা বাহুল্য হবে না যে, তিনি সমাজকর্মী, এবং তাঁর চলনপথ বহু। কার্টুন, পোস্টার, লেখালেখি, গবেষণা, এবং অবশ্যই নানারকম আন্দোলনে তাঁর সক্রিয় সংযোগ। ৭-এর দশক থেকে শুরু করে, তিনি আজও সক্রিয়।