তুষার সরদার
গ্রাম্য প্রকৃতির নিবিড় কোল লেখকের গর্ভডাঙা। পিতা ছিলেন একজন খ্যাতনামা শিক্ষক। মহীয়সী জননীর কাছে তিনি শিখেছেন প্রকৃতি ও মানুষকে সানুপুঙ্খতায় ভালোবাসতে। কর্মজীবনে তিনি ইন্ডিয়ান রেলওয়েজে চিফ পার্সোনেল ইন্সপেক্টর। লেখালিখির শুরু সত্তর দশকের স্কুলজীবন থেকে। সেসব লেখার সূত্রে স্থানীয়ভাবে কয়েকটি সরকারি ও বেসরকারি পুরস্কারে সে-সময়ে সম্মানিত হয়েছিলেন। তাঁর লেখার প্রথম ও শেষ উপঘ্ন—মানুষ।
দেশ, আনন্দবাজার পত্রিকা, বর্তমান, কথাসাহিত্য, শিলাদিত্য, নবকল্লোল, শুকতারা এবং নানা বিশিষ্ট লিট্ল ম্যাগাজিনে তাঁর লেখা দুই শতাধিক ছোটোগল্প প্রকাশিত হয়েছে। শ্রেষ্ঠ ছোটোগল্পকার হিসেবে পেয়েছেন ‘অধ্যাপিকা শান্তি সাহা স্মৃতি পুরস্কার’, ‘ভারত কলাকেন্দ্র পুরস্কার’, ‘প্রফুল্লচন্দ্র স্মৃতি পুরস্কার’ ও অন্যান্য আরও পুরস্কার। পুস্তকাকারে প্রকাশিত হয়েছে তাঁর দশটি গল্পগ্রন্থ। পাঠকানুগ্রহে একাধিক গ্রন্থের একাধিক মুদ্রণ সম্ভব হয়েছে ও হচ্ছে।