উৎসা রায়
বাবার বদলির চাকরির সুবাদে আসাম, বিহার, উত্তরবঙ্গে শৈশব, কৈশোর কাটিয়েছেন উৎসা রায়। বইয়ের সঙ্গে ভালোবাসাবাসির শুরু সে সময় থেকেই। বইমেলায় বই কিনতেন সারা বছর উপহার উপলক্ষে পাওয়া জমানো অর্থ দিয়ে। সে-ই ছিল তাঁর নেশা। লিখতেনও সেই কাঁচা বয়সেই। বারবার ঠিকানাবদলে সে সব লেখা হারিয়ে গিয়েছে।
সমাজমাধ্যমে উৎসা নিজের লেখালেখির চর্চা করেন নিয়মিত। এই প্রথম কোনও প্রকাশনা সংস্থা তাঁর বই প্রকাশ করছে, মুদ্রিত ও ই-বই হিসেবে।