“আমাদের অবরোধ প্রথাটা বেশি কঠোর হইয়া পড়িয়াছে। ওই সকল কৃত্রিম পর্দা কম করিতে
হইবে। আমরা অন্যায় পর্দা ছাড়িয়া আবশ্যকীয় পর্দা রাখিব।” বেগম রোকেয়া ‘অবরোধবাসিনী’তে পর্দা প্রথার বিরুদ্ধে যে জোরালো কাউন্টার সেই সময়ে একজন
মুসলমান বাঙালি মহিলা হয়ে করতে পেরেছিলেন তা অবিস্মরণীয়। ৪৭টি অবরোধ-সম্পর্কিত কাহিনি নিয়ে গ্রন্থাকারে এটি প্রকাশিত
হয় ১৯৩১ সালে। স্বাধীনতা পূর্ববর্তী একটি
দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থানকে পরখ করে, ধর্মীয় আস্ফালন, গোঁড়ামির বিরুদ্ধে শুধু কলম দিয়ে লড়াই চালানো দুঃসাহসই ছিল। পর্দার আড়ালে নারীদের দুঃখ, দুর্দশা, দারিদ্র্য, মানসিক জটিলতার কাহিনি এইভাবে আগে কেউ লেখেনি। প্রায় শতবছরের কাছাকাছি এসেও পরিস্থিতির আমূল পরিবর্তন না হওয়ায়
এই গ্রন্থের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
বিস্তারিত প্রতিক্রিয়া