রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সাহিত্য-মীমাংসায় প্রথম পুরুষ
না হলেও যে অন্যতম শ্রেষ্ঠ পুরুষ তা অস্বীকার করা যায় না। তিনি একদিকে যেমন নিত্য
নতুন সাহিত্য সৃষ্টি করে প্রাণধর্মী সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, অপরদিকে তেমনি সাহিত্যতত্ত্ব, সাহিত্য-বিচার এবং
সাহিত্য-মীমাংসা বিষয়েও নানাভাবে তাঁর সুনিশ্চিত অভিমত ব্যক্ত করে তাঁর মননশীলতার
সুস্পষ্ট পরিচয় জ্ঞাপন করেছেন। সাহিত্য বিচারে তিনি বিভিন্ন সাহিত্যিক কিংবা
তাঁদের সাহিত্যগ্রন্থের ব্যাখ্যা বিশ্লেষণ প্রসঙ্গে সাহিত্য বিষয়ে তাঁর নিজস্ব
ভাবনার পরিচয় দান ছাড়াও সাহিত্যতত্ত্ব বিষয়েও সরাসরি বহু প্রবন্ধ রচনা করেছেন।
‘ভাষা ও সাহিত্য’-বিষয়ে রবীন্দ্রনাথ রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে
‘সমালোচনা’ (১৮৮৮ খ্রিঃ), ‘প্রাচীন সাহিত্য’ (১৯০৭), ‘লোকসাহিত্য’
(১৯০৭), ‘সাহিত্য’ (১৯০৭),
‘আধুনিক সাহিত্য’ (১৯০৭), ‘শব্দতত্ত্ব’ (১৯০১), ‘ছন্দ’
(১৯৩৬), ‘সাহিত্যের পথে’ (১৯৩৬), ‘বাংলা ভাষা পরিচয়’ (১৯৩৮)
এবং ‘সাহিত্যের স্বরূপ’ (১৯৪৩
খ্রিঃ—রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত)।
বিস্তারিত প্রতিক্রিয়া