‘আলালের ঘরের দুলাল’ ঠিক কী—বাংলার প্রথম উপন্যাস, প্রথম
সামাজিক উপন্যাস, প্রথম বাস্তবধর্মী আখ্যান, না কী উপন্যাসের পূর্বসূরি—সে নিয়ে
বিস্তর তর্ক ও চর্চা আছে। প্যারীচাঁদ নিজে তাঁর ভূমিকায় ইংরেজিতে ‘নভেল’, বাংলায় ‘উপন্যাস’
ব্যবহার করেছেন। এই উপন্যাসকে লক্ষ্য করলে উনিশ
শতকে বাঙালির শিক্ষা, সংস্কৃতি এমনকি ব্যাবসা-বাণিজ্যের হালহকিকত, তার
উঁচুনীচু সিঁড়ি ভাঙা-সমেত বোঝা যায়। সেই সময়ের যে ‘বাবু’ কালচারকে আমরা পট
থেকে বটতলা বা অতিসরলীকৃত পিরিয়ড ড্রামা-টিভি সিরিয়াল সূত্রে জানি, সে যে নেহাতই
অন্ধের হাতি দেখার মতন তা বোঝা যেত। গোটা সমাজটাই যে সাদা-কালোর বিপ্রতীপে
দেখানো, ছাই, ধূসর, রং বলে কিছুই নেই জনজীবনে।
উপন্যাসের রচনারীতিতেও শৃঙ্খল ভেঙে বেরোনোর ডাক আছে। ঊনিশ শতকের সেই সময়ে সাহিত্যে চলতি ভাষাকে
তুলে নিয়ে আসা একপ্রকার যুদ্ধ ঘোষণার মতনই বিষয়।
বিস্তারিত প্রতিক্রিয়া