‘কে আমার দলে, কে আমার দলে নয়,
সেই বুঝিয়া যেখানে স্তুতি-সম্মানের ভাগ বণ্টন হয় সেখানকার সম্মান
অস্পৃশ্য; সেখানে যদি ঘৃণা করিয়া লোকে গায়ে ধুলা দেয় তবে
সেই ধুলাই যথার্থ ভূষণ, যদি রাগ করিয়া গালি দেয় তবে সেই
গালিই যথার্থ সম্বর্ধনা।’—রবীন্দ্রনাথ ঠাকুর
‘আত্মপরিচয়’-কে
রবিঠাকুরের আত্মকথা বললে সর্বাংশে সত্য বলা হবে না৷ বরং কবি এখানে নিজের আত্মবিশ্লেষণ করেছেন। নিজেকে জানা খুব দরকারি;
নিজেকে জানানোটাও অদরকারি মনে করেন না রবীন্দ্রনাথ।
তবে এই জানাশোনার জন্য নিজেকে চেনা বড্ড প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদেই
রবীন্দ্রনাথ ধর্ম, দর্শন, কাব্যে
আপনাকে খুঁজে বেরিয়েছেন। আত্মসমালোচনাকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয়
পেয়েছে সর্বকালীন কল্যাণকামী মানসিকতা।
বিস্তারিত প্রতিক্রিয়া