নতুন সহস্রাব্দের ঠিক শুরুতে গোটা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছিল নেপালের বিপ্লবী আন্দোলন। তারই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী-সাংবাদিক-লেখক যুগ পাঠক রচনা করেন সাড়া জাগানো নেপালি উপন্যাস ‘উর্গেনকো ঘোড়া’, যা প্রকাশিত হয় ২০১০ সালে।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক বিপ্লবী গেরিলা-যোদ্ধা তথা তামাংকন্যা মেহেন্দো, যার জীবনের চড়াই-উৎরাই বেয়ে গাঁথা হয়েছে নেপালের পার্বত্য জীবনচিত্র, বিপ্লবী সংগ্রামের বর্ণময় গতিপথ, এবং তার আলো-আঁধারি চিত্রকল্প। আর তারই সাথে মিশেছে ইতিহাসের এক অনন্য পরাবাস্তবতা। কাহিনী এগোনোর সাথে সাথে উপন্যাসের মধ্যেই বিভিন্ন চরিত্র উপন্যাসটি পড়তে থাকে। যুগপৎ কথন ও পঠনের মাধ্যমে নির্মিত হয় নারীশক্তির জাগরণ, জাতিসত্তার অস্মিতা, আর শ্রেণিমুক্তির জন্য সমর্পিত বিপ্লবী লড়াইয়ের এক জাদুময় বর্ণনা, যা পাঠককে মুগ্ধ করবে।
প্রতিবেশী দেশ নেপালের ক্রান্তিকাল নিয়ে রচিত ব্যতিক্রমী এই উপন্যাসটার নেপালি থেকে বাংলায় অনুবাদ সমাজকর্মী শমীক চক্রবর্তী-র করা। কিছু নেপালি ছোটগল্প ও কবিতা, এবং দার্জিলিং পাহাড়ের দুটি বিখ্যাত উপন্যাস, ‘ফাৎসুঙ’ এবং ‘আজ রমিতা ছ’ অনুবাদের পর এবার প্রকাশিত হল ‘উর্গেনের ঘোড়া’।
দারুণ
মুগ্ধ হয়ে গেলাম।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া