গল্প দু ধরনের হয়। এক, যে জগতের সঙ্গে বাস্তব জীবনের, সমাজের প্রতিদিনের চলার পথে যা যা ঘটনা ঘটে সেগুলোর কোনো মিল নেই। বলা যেতে পারে সেগুলো অনেকটা কল্পনার জগতের ফসল। সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, কল্প কাহিনি—এসব নিয়ে একটা নতুন দিগন্ত। আর এক ধরনের গল্প হয়—যেগুলো আমরা আমাদের আশপাশে ছড়িয়ে থাকা, প্রতিদিন চোখে পড়া ঘটনাবলী থেকে সংগ্রহ করে আপন মনের মাধুরী মিশিয়ে তাকে রূপ দিই। এই দ্বিতীয় পর্যায়ের গল্পগুলো তাই আমাদের অচেনা লাগে না। চোখ-কান খোলা রাখলেই আমরা রোজ দেখতে পাই। ‘যখন সন্ধ্যা নামে’ শুক্লা করের তেমনই ১৬টি গল্পের সংকলন। তিনি নিরন্তর ঘটে যাওয়া সমাজের বিভিন্ন দৃশ্যকে যেভাবে আয়ত্ত্ব করেছেন সেভাবেই লিপিবদ্ধ করেছেন। এবং আশ্চর্য এক শব্দের মায়া ছড়িয়ে দিয়েছেন। এখানেই গল্প সংকলনের তাৎপর্য লুকিয়ে।
বিস্তারিত প্রতিক্রিয়া