দক্ষিণ আমেরিকা, জাপান, কোরিয়া ইত্যাদি দেশের বিভিন্ন ভাষার
লেখালেখি এখন সহজলভ্য, বাংলা তরজমায়। ঘর হতে দু পা ফেলে কাছাকাছির ভাষা নিয়ে কাজ,
বরং আনুপাতিকভাবে কম বলা চলে। উর্দু ভাষা তত দূরবর্তী নয়, যতটা আমরা ভাবতে
অভ্যস্ত, বা এক রাজনৈতিক সচেতনতায় আমাদের তেমনভাবে ভাবাতে অভ্যাস করানো হয়। তবে
উর্দু ভাষা নিয়ে একেবারেই কোনো কাজ বাংলায় হয়নি, তেমন মোটেও বলা চলে না। এই সংকলন
সেসব কাজের মধ্যেই একটি। দশটি উর্দু ছোট গল্পকে বাংলা ভাষায় তরজমায়িত করা রইল
এখানে। উর্দুতে গল্পকে বলে দাস্তান, এ কথা অনেকেই জানেন। আমাদের বইটির নাম,
তদনুসারে।
বিস্তারিত প্রতিক্রিয়া