ছয় দশক ধরে নিরলস সাহিত্যচর্চা করা থেকে উঠে আসা উপলব্ধি
একটাই। লেখক আদতে একজন সোশ্যাল বিয়িং। সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা আছে। সুতরাং
তার লেখার অভিমুখকেও তাই হতে হবে। এই দর্শনে জারিত হয়েছে বিভিন্ন সময়ে লেখা রবি
সেনের ছোটো গল্পসমূহ। এ লেখাগুলো হয়ত সবই তাঁর নিজেকে লেখা, তবে তা আত্মরতি নয়।
বিস্তারিত প্রতিক্রিয়া