শিবরাম চক্রবর্তী সৃষ্ট নানা চরিত্রের মধ্যে জনপ্রিয়তম চরিত্র
নিঃসন্দেহে বর্ধন ভ্রাতৃদ্বয়—হর্ষবর্ধন আর গোবর্ধন। এই মানিকজোড় আসামের কাঠ ব্যবসায়ী। সেই যে কলকাতায় বেড়াতে এলেন, তারপর এখানেই রয়ে গেলেন স্থায়ীভাবে। প্রথমে ১৩/১২ রসা রোড, ভবানীপুরে তাদের অস্থায়ী আস্তানা হলেও পরে তারা উঠে আসেন চেতলায়,
সেখানেই কাঠ চেরাই আর আসবাব বানানোর কারখানা খুলে বসেন। আলাপ
হল লেখকের সঙ্গে। আর শিব্রামের দৌলতে পাঠকরা পেয়ে গেলেন বর্ধন-ভাইদের একের পর এক মজাদার কীর্তিকলাপের
বৃত্তান্ত। হর্ষবর্ধন, তার ছোট ভাই গোবর্ধন, তার স্ত্রী, এবং কথক শিবরাম
নিজে- এই গল্পগুলোতে ঘুরে ফিরে আসেন। তীক্ষ্ণ বুদ্ধি, শব্দের খেলা এবং ভালমানুষি আচরণ
এই চরিত্রগুলির মূল বৈশিষ্ট্য।
কেতাব-ই সংকলিত ‘এক ডজন হর্ষবর্ধন’
বইতে ঋণং কৃত্বা, হর্ষবর্ধনের অক্কালাভ,
হর্ষবর্ধনের কাব্যচর্চা, হর্ষবর্ধনের কিরিকেট,
হর্ষবর্ধনের বাঘ শিকার, হর্ষবর্ধনের
সূর্য-দর্শন সহ মানিকজোড়ের এক ডজন গল্প সংকলিত হয়েছে।
বিস্তারিত প্রতিক্রিয়া