দুশ বছরেরও বেশি সময় আগে, কলকাতা শহরে বেশ্যাবৃত্তি চালানোর পদ্ধতি নির্দিষ্ট করছিলেন সে সময়ের শাসকরা। 'বারস্ত্রী'-দের জন্য আইন করা হচ্ছিল অনেক রকম। তাঁরা কোন ঘরে কীভাবে ব্যবসা চালাবেন, তার খতিয়ান যেমন রাখা হচ্ছিল, তেমনই হিসেব রাখা হচ্ছিল এক গলি থেকে অন্য গলিতে বেশ্যাদের বাসাবদলের। আমরা প্রকাশ করছি ১২০৬ বঙ্গাব্দের বেশ্যা গাইড।
বিস্তারিত প্রতিক্রিয়া