'হযবরল' প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়, ১৯২২ এর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল জুড়ে। অর্থাৎ এই বছরটি (২০২২) এই কালজয়ী সৃষ্টির একশ বছরও বটে। এই বইটিকে কেতাব-ই বৈদ্যুতিন পাঠাগারের অন্তর্ভুক্ত করার মাধ্যমে স্রষ্টা ও তাঁর সৃষ্টির প্রতি একটি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করা গেল। আমাদের শ্লাঘার বিষয় এটুকুই।
বিস্তারিত প্রতিক্রিয়া