রাশিয়ার সম্রাট বা জার আর সম্রাজ্ঞী জারিনা (লেখক জারিনার পরিবর্তে জেরিনা লিখেছেন)। এই জেরিনার ছিল একটি বহুমূল্য হিরের হার। রুশ বিপ্লবের সময় জারের কোনো এক আত্মীয় সেই হারটি হস্তগত করে। একসময় সেই কণ্ঠহারটি নিলাম হয় এবং বিজয়পুরের রাজা সেই হারটি কিনে নেয়। এই কণ্ঠহারটি চুরি যাওয়া নিয়েই হেমেন্দ্রকুমারের টানটান উপন্যাস ’জেরিনার কণ্ঠহার’; বিমল-কুমার, জয়ন্ত-মানিকদের যৌথ অভিযানের গল্প এটি।
বিস্তারিত প্রতিক্রিয়া