'কেলিয়ে', এরকম একটা শব্দ সাহিত্যে ব্যবহার করলে এখনও কারো কারো ভ্রু সামান্য কুঁচকে যে ওঠে, এতে সন্দেহের অবকাশ নেই। ভারতের স্বাধীনতার বয়স যখন ১, সে বছর বাংলা ভাষায় একটি উপন্যাস রচিত হয়। তার একটি বর্ণনাংশে 'মাড়ি কেলিয়ে'-র মত তথাকথিত অপশব্দ ব্যবহৃত হল। উপন্যাসটির প্রকাশ পেল অবশ্য আরও পরে,বাংলা ১৩৭৩ সনের পৌষ মাসে। 'বাংলা ভাষার নির্জন কবি' ইত্যাদি বলে যাঁকে অভিহিত করা হয়, তিনি ভাষা ব্যবহারে কতটা আধুনিক, কতটা অকুণ্ঠ, কতটা আধুনিক, সুতীর্থ তারও একটি প্রমাণ।
বিস্তারিত প্রতিক্রিয়া