‘কিং কঙ্’ নামের এক গরিলার সদৃশ কাল্পনিক দৈত্য দানবকে সাহিত্যের আঙিনায় এনেছিলেন ব্রিটিশ লেখক এডগার ওয়ালেস। আর হলিউডি চিত্রপরিচালকদের দৌলতে ‘কিং কঙ্’ রহস্যময় স্কাল আইল্যান্ড থেকে সোজা চড়ে উঠেছিল এম্পায়ার স্টেট বিল্ডিঙের ছাদে। নিঃসন্দেহে ‘কিং কঙ্’ পপ কালচারে একটা গুরুত্বপূর্ণ চরিত্র।
হেমেন্দ্রকুমার রায় এই কিং কঙকে নিয়ে এসেছেন এই কলকাতায়, ক্লাইম্যাক্সে তাকে সোজা তুলে দিয়েছেন মনুমেন্টের মাথায়। গল্পের পটভূমি এবং চরিত্রে বাঙালিকরণ করেছেন। তাঁর কলমে মূল গল্পের অ্যান আর জ্যাক হয়ে যায় বাঙালি ভাই-বোন শোভন আর মালবিকা। অবশ্য মূল গল্পের কার্ল ডেন্হাম্ স্বমহিমায় হাজির।
দারুণ
Kono kotha hobe na movie thekeo golper boi porar bepar tai alada . Thanku ketab e ato bhalo bhalo golper boi porar sujog kore dewar jonno ❤
খুব সুন্দর উপস্থাপনা পড়ে খুব ভালো লাগলো
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া