অন্তত ২৫টি মুক্তগদ্য নিয়ে সংকলন করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু শেষ অব্দি ষোলটিতে থামতে হল। কেন?
আমরা সমস্ত গদ্য বাছাইয়ের জন্য পাঠিয়েছিলাম গল্পকার-ঔপন্যাসিক শ্যামলী আচার্যের কাছে। তিনি সময় নিয়ে বাছাই করে ষোলটি গদ্য আমাদের কাছে পাঠান। তাঁর মতে, এই ষোলটি গদ্যই মুক্তগদ্য হিসেবে নির্বাচিত হতে পারে। এর বাইরে অনেক লেখাই ‘গল্প’ হয়ে উঠেছে। কিন্তু প্রতিযোগিতাটি গল্পের ছিল না। সেকারণে ভাল ‘গল্প’ হওয়া সত্ত্বেও নির্বাচিত মুক্তগদ্যের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।
কেতাব-ই ফেসবুক গ্রুপে লেখার নানান ইভেন্ট চলতে থাকে, তাতে লেখকের সংখ্যাও কম নয়। আমাদের উদ্দেশ্য সাহিত্যের নানাবিধ ধারায় যাঁরা লেখালিখি করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন নানাবিধ ফর্ম নিয়ে, তাঁদের উৎসাহিত করা, এবং পাশাপাশি পাঠকদেরও এরকমই নানা বর্ণের লেখালিখি পাঠের সুযোগ করে দেওয়া। এই প্রচেষ্টাটি চলমান থাকবে। যাঁরা এতে নিয়মিত অংশগ্রহণ করছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। আশা করব বাকিরাও আগামীদিনে অংশগ্রহণ করবেন এবং অন্য লেখক-বন্ধুদেরও আমন্ত্রণ জানাবেন।
শ্যামলী আচার্য নিজের কাজের সময়ের মধ্যে থেকে কেতাব-ই’র জন্য যে কর্মটি সাধন করে দিলেন, তার জন্য তিনি আমাদের কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করলেন। আনন্দের কথা, এই বইটি কেতাব-ই অ্যাপে পাওয়া যাবে ফ্রি ই-বই হিসেবেই।
দারুণ
যথার্থ মুক্তগদ্য এর ছায়াপথ ঘটেছে বইটিতে। সাম্প্রতিককালে মুক্তগদ্য বহু লেখকের কলমে প্রায় শিখর ছুঁয়ে আছে। কেতাব - ই এর এই শুভ উদ্যোগ অভিনন্দন যোগ্য এবং প্রতিশ্রুত।
বইটি লাইব্রেরিতে নিতে চাই
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া