পদ্মানদীর মাঝি উপন্যাসটি সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পূর্বাশা পত্রিকায় ধারাবাহিক আকারে প্রকাশিত হতে শুরু করে। ৯ কিস্তি ছাপার পর তা বন্ধ হয়ে যায়। ১৯৩৬ সালে এই উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয়। বিভিন্ন ভারতীয় ভাষায় এই উপন্যাস অনূদিত হয়। পদ্মানদীর মাঝি উপন্যাস অবলম্বনে ১৯৫৯ সালে পাকিস্তানে একটি চলচ্চিত্র নির্মিত হয়, নাম জাগো হুয়া সভেরা, পরিচালনা করেন এ জে কারদার ও চিত্রনাট্য রচনা করেন ফয়েজ আহমেদ ফয়েজ। পরে বাংলা ভাষাতেও গৌতম ঘোষের পরিচালনায় পদ্মানদীর মাঝির চলচ্চিত্রায়ন হয়েছে।
বিস্তারিত প্রতিক্রিয়া