পঞ্চনদের তীরেই হয়েছে বারে বারে ভারতবর্ষের উত্থান এবং
পতন। কত-কত বার ভারত উঠেছে পড়বার জন্যে এবং পড়েছে ওঠবার জন্যে। আহত হয়েছে, নিহত হয়নি।
এই পঞ্চনদের তীরে কোন স্মরণাতীত কালে অনার্য জনপদের উপরে
বন্যাপ্রবাহের মতো ভেঙে পড়েছিল আর্য অভিযানের পর অভিযান। এবং তারপর এই পঞ্চনদের
তীরেই দেখা গেল যুগে যুগে কত জাতির পর জাতির মিছিল—পারসি, গ্রিক, শক, হুন, তাতার, মোগল ও পাঠান। গ্রিক বীর আলেকজান্ডারও পারস্য-সাম্রাজ্যে দখল করার পর ভারত
জয়ের অভিলাষে এগিয়ে এলেন ভারত অভিমুখে…
আলেকজান্ডার ভারতের মাত্র এক প্রান্তে পদার্পণ করেছিলেন। পঞ্চনদের তীরে কয়েকটি যুদ্ধে জয়লাভ
করেছিলেন বটে, কিন্তু মুলতানের যুদ্ধে আহত হয়ে তিনি প্রায়
মৃত্যুমুখে এগিয়ে গিয়েছিলেন। এবং এই ভারতেই তিনি প্রথম পরাজয়ের অপমান সহ্য করতে
বাধ্য হন। ভারত জয় না করেই গ্রিকরা আবার স্বদেশের দিকে ফিরতে—বা পলায়ন করতে
বাধ্য হয়েছিল।
বিস্তারিত প্রতিক্রিয়া