বাংলা সাহিত্যের ইতিহাসে বিশ শতকের চারের দশক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত সরাসরি অংশগ্রহণ না করলেও ইংরেজদের উপনিবেশ হিসাবে ভারতের নাম জড়িয়ে যায় বিশ্বযুদ্ধের সঙ্গে। বাংলার আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবন প্রবাহে পঞ্চাশের মন্বন্তর এক উল্লেখযোগ্য দুর্যোগপূর্ণ বিভীষিকাময় সময়ের সাক্ষ্য বহন করে। ১৩৫০ বঙ্গাব্দ তথা ১৯৪৩ খ্রিস্টাব্দ বাংলার আর্থ-সামাজিক ইতিহাসে পঞ্চাশের মন্বন্তর নামে প্রসিদ্ধ।
পঞ্চাশের মন্বন্তরকে কেন্দ্র করে সমকালে এবং পরবর্তীকালে বহু সাহিত্য রচিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল ছোটগল্প। ছোটগল্পের পরিসর সংক্ষিপ্ত হওয়ায় লেখকরা মন্বন্তরের এক একটি অংশ তুলে ধরেছেন। মন্বন্তর কেন্দ্রিক অধিকাংশ ছোটগল্পে প্রাধান্য পেয়েছে মন্বন্তরের ভয়াবহতা। মন্বন্তর আশ্রয়ি ছোটগল্প রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় অন্যতম সফল লেখক। দুর্ভিক্ষকে কেন্দ্র করে ১৯৪৬ সালে মানিক বন্দ্যোপাধ্যায় ‘পরিস্থিতি’ গল্পসংকলনটি রচনা করেন। এই সংকলনে ‘প্যানিক’, ‘সাড়ে সাত সের চাল’, ‘প্রাণ’, ‘রাসের মেলা’, ‘মাসিপিসি’, ‘অমানুষিক’, ‘পেট ব্যাথা’, ‘শিল্পী’, ‘কংক্রীট’, ‘রিকসাওয়ালা’, ‘প্রাণের গুদাম’, ‘ছেঁড়া’- এই ১২টি গল্প সংকলিত হয়েছে।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া