আজকের দিনে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক মনে হবার সম্ভাবনা থাকলেও, তথ্যের খাতিরে উল্লেখ থাকা উচিত, চোখের বালি প্রকাশের অব্যবহিত পরেই, রবীন্দ্রনাথের বিরুদ্ধে কুম্ভীলকবৃত্তির অভিযোগ উঠেছিল। বলা হয়েছিল, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় লিখিত উমা উপন্যাসটি থেকে চোখের বালি চুরি করা হয়েছে।
চোখের বালি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায়। ১৯০১-০২ সময়কাল জুড়ে প্রকাশের পর পুস্তকাকারে প্রকাশ ১৯০৩ সালে। প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ ২০০৪ সালে এই উপন্যাসের চলচ্চিত্রায়ণ করেন, তবে এটি প্রথম চলচ্চিত্রায়ণপ্রয়াস নয়। ১৯৩৮ সালে চোখের বালি প্রথমবার সিনেমায়িত হয়েছিল। তারও আগে, উপন্যাস বই হয়ে বেরোনোর পরে পরেই, অমরেন্দ্রনাথ দত্ত চোখের বালির নাট্যরূপ দেওয়ার কাজ সম্পন্ন করেছিলেন।
দারুণ
অনেক বছর পর বইটি পড়ার সুযোগ পেলাম, বইটি পুনরায় পড়তে পেরে ভীষণ ভালো লাগল ❤️। ধন্যবাদ কেতাব-ই এটা আপনাদের জন্যই সম্ভব হল।
সম্পর্কের জটিলতা এবং বন্ধুত্ব এই দুই সমান ভাবে প্রকাশ পেয়েছে। খুব ভালো লাগল ।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া