বিশ শতকের দুইয়ের দশকে দ্বিতীয় উপন্যাস প্রকাশিত হল শিবরাম চক্রবর্তীর। তখনও তিনি রসরাজ নন, নন pun-আসক্তও। উপন্যাসের ভূমিকার বদলে, গোড়ায় দু কথা লিখে দিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এ লেখায় শিবরাম ছেনে আনলেন নিজের মত-আদর্শ, আঁকাড়া। স্বাধীনতার জন্য গুপ্তহত্যা, ষড়যন্ত্রমূলক কাজকর্মের তীব্র বিরোধিতা উপন্যাস জুড়ে। আর, এমনকি, উনিশশো বিশের দশকের এ উপন্যাসে উঠে এল সমকামও। ছেলে বয়সে উপন্যাসটি শিবরাম চক্রবর্তীর পরিচায়ক লেখা হয়ে ওঠেনি কদাপি, চেনা শিবরামকে এখানে পাওয়া যাবে না। এই প্রায়-অচর্চিত, কম-পঠিত উপন্যাসটি লাইব্রেরিতে সংযুক্ত করলাম আমরা।
বিস্তারিত প্রতিক্রিয়া