১৯৯৭ সালের বইমেলা নাগাদ প্রকাশিত হল ‘শিশুরা এখন কোথায়’। তার আগেই এ উপন্যাস লেখা হয়ে গিয়েছে। সম্ভবত অনেক আগেই। তখনও উমবার্তো একো ইত্যাদি, বাংলা বাজারে সহজলভ্য হয়ে ওঠেনি নিশ্চিত। তবু, এ লেখায়, অন্যের ডায়েরি এক ভিত হয়ে থেকেছে। উপন্যাসটা নকশাল আন্দোলন ও জেল নিয়ে। নকশাল আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যবাজারে কম লেখালেখি নেই। এ লেখা, তাতে আরেকটি সংযোজন নয়। ‘শিশুরা এখন কোথায়’ সাহিত্য হিসেবে গণ্য। বাজার ধরার কৌশল নয়।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া