সুকুমার রায় জন্মশতবার্ষিকী সংস্করণ উপলক্ষে প্রকাশিত রচনাসমগ্রের দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়েছিল পাঁচটি ছোটদের নাটক। সে খণ্ডের ভূমিকায় লেখা হয়েছিল, “এর মধ্যে সবগুলিই কিশোর মনের উপভোগ্য নয়, তবে সুকুমার রায়ের নাটকের আবেদন সর্বজনীন বলেই অন্তত তার বহিররঙ্গের রসোপভোগে বাধা ঘটে না।” ওই রচনাসমগ্রেরই তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছিল সুকুমার রায়ের লেখা বয়স্কপাঠ্য তিনটি নাটক। কেতাব-ই এই আটটি নাটক একত্রিত করে সুকুমার রায়ের নাট্যসংগ্রহ লাইব্রেরিতে সংযুক্ত করল। নাম রাখা হল, সুকুমার রায়ের নাট্যসংগ্রহ।
বিস্তারিত প্রতিক্রিয়া