বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ ১৯০৫ সালে Indian Ladies Magazine-এ ‘‘সুলতানা’স ড্রিম’’ নামে প্রথম প্রকাশিত হয়, পরে ১৯০৮ সালে পুস্তকাকারে প্রকাশিত হয় এবং ১৯২২ সালে মতিচূর দ্বিতীয় খণ্ডে সংকলিত হয়।
সুলতানার স্বপ্ন এক বিস্ময়কর রচনা। এক ইউটোপিয়ান স্বপ্নরাজ্য। নিজের সময়ের গণ্ডী পেরিয়ে অনেক দূরের এক কল্পনার জগতকে দেখেছিলেন বেগম রোকেয়া। শারীরিক শক্তি ও বুদ্ধিমত্তা দুটিকেই কাজে লাগিয়ে একটি দেশকে কীভাবে সুখের স্বর্গরাজ্যে পরিণত করা যায়, সেই স্বপ্ন রচনা করে গেছেন তিনি। এদেশে নারী ও পুরুষের প্রচলিত ভূমিকা বদলে গেছে, পুরুষ রয়েছে অন্তঃপুরে, মেয়েরা করে মস্তিষ্কের কাজ, সমাজের প্রধান চালিকাশক্তিই নারী। সুলতানার স্বপ্ন স্যাটায়ারিক্যাল নারী আধিপত্যের ফ্যান্টাসী হলেও আদতে নারী ও পুরুষ উভয়েই বৃহৎ মানব সমাজের অংশ, লিঙ্গনির্বিশেষে মেধা মননের প্রয়োগ যাদের শ্রেষ্ঠত্বের আসল চাবিকাঠি। রোকেয়ার এই কল্পনায় উগ্রতা নেই, ভাবনায় রূঢ় নন, কর্কশ নন। তাঁর বিদ্রোহ বড়ই সাহসী, সাহস বড়ই শান্ত।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া