প্রকাশিত হল অর্জুন বন্দ্যোপাধ্যায়ের লেখা অণুগল্প ‘অন্ধ সাপ ও কয়েকটি ইঁদুর’।
দিল্লিতে জি-২০-এর সভা হচ্ছে। দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত। সভাস্থলের উল্টোদিকে একটা বস্তিকে বিরাট রঙিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই বস্তির ভাগ্য ভালো, এর কপালে বুলডোজার ছিল না। বিপদ শুরু হল সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর; যখন একটু একটু করে হাওয়া বইতে শুরু করল, আর রঙিন কাপড়টা দুলছে।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
Agniswar Chakraborty
5 দিন আগেবেশ চমৎকার।