দেবাশিস মৈত্র
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী দেবাশিস মৈত্র। পেশায় বাস্তুবিজ্ঞানের অধ্যাপক, নেশায় লেখক। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও অনুবাদসাহিত্যের পাশাপাশি ছড়া লিখতেও অভ্যস্ত। আরো বহুবিধ নেশায় আক্রান্ত, যার মধ্যে রয়েছে তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের চিত্র নির্মাণ এবং বার্ড ওয়াচিং। পাশ্চাত্য লোকসঙ্গীতের একনিষ্ঠ শ্রোতা এবং অনুসন্ধিৎসু ছাত্র। একসময় বহু লিটল ম্যাগাজিনে এবং সন্দেশ, আনন্দমেলা, কিশোর ভারতী ইত্যাদি ছোটদের পত্রিকায় নিয়মিত লিখেছেন। বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট অথর বা স্বাধীন লেখক হিসেবে নিজের পরিচয় দিতে ভালোবাসেন। নিজের লেখা নিজে প্রকাশ করার উদ্দেশ্যেই বার্ডউইং নামের প্রকাশনা সংস্থাটির উদ্ভব।