ঔপনিবেশিক ভারতবর্ষে বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র। তাঁর সমসাময়িকরা যখন পৌরাণিক এবং ঐতিহাসিক নাটক নিয়ে ব্যস্ত, সেই সময় নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রচনা করেন ‘নীলদর্পণ’ (১৮৬০) নাটক। যা অচিরেই সাহেবদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। স্বদেশিকতা, নীল বিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ অত্যন্ত গভীর। এখানেই না থেমে তৎকালীন বাবুসমাজের বেলেল্লেপনার বিরুদ্ধে লিখে ফেলেন ‘নবীন তপস্বিনী’, ‘সধবার একাদশী’, ‘বিয়ে পাগলা বুড়ো’, ‘জামাই বারিক’। এই প্রত্যেকটি প্রহসন নাটকে দীনবন্ধু তৎকালীন সমাজ, ঔপনিবেশিকতাবাদ, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক দুরাবস্থার এক জ্বলন্ত বাস্তব তুলে ধরেন। আজীবন ডাকবিভাগে কাজ করতে গিয়ে অতিরিক্ত পরিশ্রমের কবলে পড়েন, মাত্র ৪৩ বছর বয়সে ১৮৭৩ সালের ১ নভেম্বর প্রয়াত হন।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.