নীলদর্পণ প্রকাশিত হয় ১৮৬০ সালে। প্রকাশকালে এর রচয়িতা হিসেবে যাঁর নাম ছিল, তিনি নীলকর-বিষধর-দংশন-কাতর-প্রজানিকর-ক্ষেমঙ্করেণ-কেনচিৎ-পথিক। দীনবন্ধু মিত্র এই ছদ্মনামেই নাটকটি প্রকাশ করেছিলেন। নীলদর্পণের কাহিনি নীলচাষিদের উপর ইংরেজদের বীভৎস অত্যাচারের কাহিনির উপর আধারিত।
বিস্তারিত প্রতিক্রিয়া