গিরীন্দ্রশেখর বসু
গিরীন্দ্রশেখর বসু (১৮৮৭–১৯৫৩) একজন মনোবিজ্ঞানী এবং ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক সোসাইটির প্রথম সভাপতি। গিরীন্দ্রশেখর মনোবিদ্যার নানান প্রয়োগ ও পন্থা আবিষ্কার করেছিলেন, অন্যদিকে মনোবিদ্যার পরিভাষা রচনা ও চয়নে প্রচুর সময় ব্যয় করেছিলেন। ‘স্বপ্ন’, ‘কনসেপ্ট অব রিপ্রেশন’ তাঁর গুরুত্বপূর্ণ বই। মনোবিজ্ঞানের চিকিৎসক হওয়ার পাশাপাশি অধ্যাপনাও করেছেন। সিগমুন্ড ফ্রয়েডের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং ফ্রয়েড বিভিন্ন বিষয়ে লেখককে সহায়তাও করেছেন। গিরীন্দ্রশেখরের ভারতীয় দর্শন নিয়েও আগ্রহের কমতি ছিল না।