পাঁচকড়ি দে-র জন্ম ১৮৭৩ সালে। তিনি সম্ভবত বাংলা ভাষার প্রথম ডিটেকটিভ উপন্যাসের লেখক। শুধু প্রথম নয়, অন্যতম জনপ্রিয়ও বটে। তাঁর শিক্ষালাভ ঘটেছিল কলকাতার ভবানীপুরের একটি বিদ্যালয়ে। জনপ্রিয়তার শিখরে থেকে তিনি বইয়ের ব্যবসায়ে মনোযোগ দিতে পেরেছিলেন। তাঁর বইয়ের দোকানের নাম ছিল পাল ব্রাদার্স। এ ছাড়া বাণী প্রেস নামে একটি প্রকাশনা সংস্থার মালিকানা ছিল তাঁর। তিনি ১৯৪৫ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৎকালীন বেশ কিছু পত্রপত্রিকায় তাঁর গোয়েন্দাকাহিনীর সপ্রশংস সমালোচনা প্রকাশিত হয়েছিল। নলিনী রঞ্জন পণ্ডিত সম্পাদিত জাহ্নবী পত্রিকায় 'নীলবসনা সুন্দরী' ও 'হত্যাকারী কে' উপন্যাস সম্পর্কে লেখা হয়েছিল, "... আমরা স্বীকার করিতে বাধ্য, আমরা সচরাচর ইংরাজী ও ফরাসীয় লেখকদের রচিত যে সব ডিটেকটিভ উপন্যাস পাঠ করি, তদপেক্ষা সমালোচ্য উপন্যাস দুখানি কোন অংশে হীন নহে। ভাষা বেশ সরল, সুন্দর যেন জলধারার মত বহিয়া যাইতেছে। লেখক সুনিপুণ কৌশলে, মুন্সিয়ানার সহিত, ওস্তাদির সহিত পাঠককে গ্রন্থের প্রথম হইতে শেষ পর্য্যন্ত পাঠ করিতে বাধ্য করেন। কৌতূহল চরিতার্থ করিবার জন্য এক দুর্দ্দমনীয় ব্যাকুলতা জন্মে। লেখকের পক্ষে ইহা কম বাহাদুরীর বিষয় নহে।"
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.