সুপ্রিয় চৌধুরী
বহু অকাজের কাজি, তবু কলম যে ধরতে পারেন সেটা নিজেরই জানা ছিল না দীর্ঘকাল। ফলে লেখালেখি শুরু করতে করতে পেরিয়ে গেছে ৫৭টি বসন্ত। পেশাসূত্রে জড়িত ছিলেন একাধিক সামাজিক সমীক্ষা এবং গবেষণা সংস্থার সঙ্গে। কর্মজীবনে লব্ধ অভিজ্ঞতা নিয়ে একটি বই প্রকাশিত হয় "ব্যবসা যখন নারীপাচার" শিরোনামে। প্রকাশনা পরশপাথর। অতঃপর ২০১৪ সালে শারদীয় দেশ পত্রিকায় জীবনের প্রথম উপন্যাস "দ্রোহজ" প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পাঠক মহলে আলোড়ন ফেলে। পরবর্তীতে আরও চারটি উপন্যাস "জলভৈরব", "বৃশ্চিককাল", "কেতজেল পাখি" ও "অগ্নিজাতক" প্রকাশিত হয় যথাক্রমে শারদীয় আনন্দবাজার, পত্রিকা, বাংলা লাইভ ডট কম ও মাসিক বসুমতীতে। সেগুলি সবকটি বই আকারে প্রকশিত হয়েছে। প্রকাশক আনন্দ পাবলিশার্স, কাফে টেবিল এবং ভাষা ও সাহিত্য। এছাড়াও অসম্ভব প্রিয় এই শহরটার রাস্তাঘাটে ঘুরে বেড়ানো, তার মানুষজন, একাধিক ঘটনা ... সব মিলিয়ে একটা নেশার মতো লেখকের কাছে। সেই সব অভিজ্ঞতার সংকলন নিয়ে "আরেকটা কলকাতা" শিরোনামে একটি বই প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। ২০১৭ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার।