কোবাড ঘান্দী দশ বছর ভারতীয় জেলে থেকেছেন শীর্ষ মাওবাদী নেতা হিসেবে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত হয়ে। ভারতীয় বিচারব্যবস্থা অবশ্য সে অভিযোগ প্রমাণ করতে পারেনি। এ বইয়ের অনেকটা অংশ জুড়ে রয়েছে কোবাডের কারা-অভিজ্ঞতা। তিনি জেল থেকে ছাড়া পাবার পর বইয়ের কাজ সম্পন্ন করেন। বইটির একেবারে অন্তিমাংশে, কোবাড ঘান্দীর বর্তমান ভাবনা-চিন্তার কিছুটা আভাস মেলে। এ বইটি রাজনৈতিক সাহিত্যে তথা কারাসাহিত্যে এক উল্লেখযোগ্য সংযোজন।
বিস্তারিত প্রতিক্রিয়া